Viral Post: 'নতুন চাকরি ভাল না লাগলে আবার ফিরব' ভাইরাল অদ্ভুদ রেসিগনেশন লেটার

কেউ আবার তাঁর সারল্যের প্রশংসাও করছেন। কেউ বলছেন, 'সোজা কথা সোজা ভাবেই বলা উচিত।'

ভাইরাল রেসিগনেশন লেটার (ছবিঃX)

নয়াদল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয়েছে একটি রেসিগনেশন লেটার(Resignation Letter)। কী এমন লেখা সেই রেজিগনেশন লেটারে? কোনও গুরুগম্ভীর কথায় না গিয়ে তাতে স্রেফ লেখা, "একটা নতুন চাকরি পেয়েছি। নতুন জায়গায় যেতে চাই। যদি সেখানে ভাল না লাগে তবে আবার ফিরব।" এমন রেসিগনেশন লেটার দেখে তো হেসে লুটোপুটি নেটিজেনরা। জানা গিয়েছে ঘানার এক ব্যাক্তির কাজ এটি। তাঁর এই কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারছেন না অনেকেই। কেউ আবার তাঁর সারল্যের প্রশংসাও করছেন। কেউ বলছেন, 'সোজা কথা সোজা ভাবেই বলা উচিত।'

'নতুন চাকরি ভাল না লাগলে আবার ফিরব' ভাইরাল অদ্ভুদ রেসিগনেশন লেটার

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif