Pakistan: পাকিস্তানে প্রকট হচ্ছে সঙ্কট, ইসলামাদে দূতাবাস 'ভিজিটরদের' জন্য বন্ধ করল সুইডেন
পাকিস্তানে (Pakistan) আর্থিক সঙ্কট ক্রমশ চরমে উঠছে। পাকিস্তানে আটা, ময়দার জন্য যেমন সাধারণ মানুষকে হাপিত্যেশ করে বসে থাকতে হচ্ছে, তেমনি জ্বালানি তেলের সঙ্কটও শুরু হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের একাধিক শহরে চলছে বিদ্যুৎ বিভ্রাট। ফলে ইসলামাবাদের মত বড় শহরেও শুরু হয়েছে নিত্য সমস্যা। যার জেরে পাকিস্তানের মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রায় প্রতি মুহূর্তে। পাকিস্তানের অবস্থা ক্রমশ সঙ্কটজনক হতে শুরু করা হয়, ইসলামাবাদে অবস্থিত সুইডেনের দূতাবাসে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। এই মুহূর্তে ইসলামাবাদে অবস্থিতি সুইডেনের দূতাবাসে কোনও সাধারণ মানুষ অর্থাৎ ভিজিটর প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়।