Earthquake in Turkey: ফের ভূমিকম্প তুরস্কে, বহু মানুষের আটকে থাকার আশঙ্কা
ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তুরস্ক (Turkey)। সোমবার বিকেলে (স্থানীয় সময় অনুযায়ী) দক্ষিণ তুরস্কের এসিলওয়ার্টে ৫.৬ মাত্রার কম্পন অনুভূত হয়। সোমবার বিকেলের ভয়াবহ কম্পনের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়তে শুরু করে। ফলে ওই এলাকায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত তুরস্ক এবং সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ কম্পনের জেরে মৃত্যুর সংথ্যা ৪০ হাজার পেরিয়েছে। এখনও কত মানুষ ধ্বংসাবশেষের নীচে রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট ধারনা মেলেনি। তারমধ্যেই ফের কেঁপে উঠল তুরস্ক।
আরও পড়ুন: Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে নিখোঁজ ১ ভারতীয়, প্রত্যন্ত এলাকায় আটকে আরও ১০