Dire Wolf Video: শোনা যাবে আবার হিংস্র নেকড়ের চিৎকার, বিলুপ্ত ডায়ার উলফ ফিরল আরও ভয়ঙ্করভাবে

Dire Wolf (Photo Credit: X/Screengrab)

আবার শোনা যাবে নেকড়ের চিৎকার। বিলুপ্ত হওয়া প্রজাতি নয়, এবার ডায়ার উলফের (Dire Wolf) চিৎকার শোনা যাবে পৃথিবীর মাটিতে। ১২,৫০০ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল যে ডায়ার উলফ, জিনঘটিত প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রজাতিকে ফেরালেন বিজ্ঞানীরা। রমুলুস এবং রেমাস নামে দুই নেকড়ের ছানা তৈরি করা হয়েছে। ক্লোনিংয়ের মাধ্যমে তাদের তৈরি করা হয়। যা অত্যন্ত ভয়ঙ্কর প্রজাতির বলেই মনে করছেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, ধূসর নেকড়ের ডিএনএ এবং ডায়ার উলফের জীবাষ্ম থেকে ডিনএনএ নেওয়া হয়। এবং তা  ব্যবহার করা হয় এই রমুসুল এবং রেমাসকে তৈরি করতে। ফলে যে প্রজাতিটি সামনে এসেছে, তা অত্যন্ত হিংস্র। প্রসঙ্গত উত্তর আমেরিকায় এক সময় এই ডায়ার উলফদের দেখা মিলত। তবে কালের স্ত্রোতে তা বিলুপ্ত হয়ে যায়। এবার ধূসর নেকড়ের (Gray Wolf) জিন ব্যবহার করে ফের ডায়ার উলফ তৈরি করলেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত ধূসর নেকড়ের চেয়ে শতগুণে ভয়ঙ্কর এই ডায়ার উলফ। এদের শিকারের ক্ষমতা যেমন প্রবল তেমনি চোয়ালও অত্যন্ত শক্ত।

দেখুন সেই ডায়ার উলফের ঝলক...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement