Natalie Stichova Dies: সেলফি তুলতে গিয়ে অসাবধানতায় ২৬২ ফুট পাহাড় থেকে পড়ে মৃত্যু চেক জিমন্যাস্টের

চেক প্রজাতন্ত্রের এক তারকা জিমন্যাস্টের মর্মান্তিক মৃত্যু। ছুটি কাটাতে জার্মানির বাভারিয়ার তেগেলবার্গে পাহাড়ে (Tegelberg Mountain ) ঘুরতে যান চেক জিমন্যাস্ট নাতালি স্কিচোভার ( Natalie Stichova)।

Natalie Stichova. (Photo Credits: X)

চেক প্রজাতন্ত্রের এক তারকা জিমন্যাস্টের মর্মান্তিক মৃত্যু। ছুটি কাটাতে জার্মানির বাভারিয়ার তেগেলবার্গে পাহাড়ে (Tegelberg Mountain ) ঘুরতে যান চেক জিমন্যাস্ট নাতালি স্কিচোভার ( Natalie Stichova)। সেখানে একটা পারফেক্ট সেলফি তোলার জন্য পাহাড়ের একেবারে ধারে চলে যান ২৩ বছরের নাতালি। এই পাহাড়ের সামনেই বিখ্যাত নিউস্কিওয়ানস্টাইন দুর্গ (Neuschwanstein Castle) । কিন্তু তখনই ক্ষণিকের অসাবধানতায় ২৬২ ফুট উঁচু তেগেলবার্গ পাহাড় থেকে পড়ে যান সেই চেক জিমন্যাস্ট। এরপরও তিনি বেঁচে ছিলেন। কিন্তু অত উঁচু থেকে পাথরের ওপর পড়ায় তাঁর মস্তিষ্কে তীব্র রক্তক্ষরণের কারণে সে মারা যায়।

23 Year Old Czech Gymnast Natalie Stichova Dies after Falling 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now