US Blocks Palestinian Leaders Visas: রাষ্ট্রসংঘে হাজিরার অধিকার কাড়ল আমেরিকা, প্যালেস্তাইনের কোনও নেতাকে মার্কিন মুলুকে ঢুকতে দেবেন না ট্রাম্প, নিষিদ্ধ সব ভিসা

US President Donald Trump (Photo Credit: X)

এবার প্যালেস্তিনীয় (Palestine Leaders) নেতাদের জন্য ভিসা বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে প্যালেস্তিনীয় নেতাদের জন্য ভিসা নিষিদ্ধ করা হয়েছে আমেরিকার (US) তরফে। এমন খবর মিলছে। আগামী মাসে রয়েছে রাষ্ট্রসংঘের (UN) বৈঠক অর্থাৎ UNGA এর বৈঠক। ওই বৈঠকে যাতে কোনও প্যালেস্তিনীয় নেতা হাজির হতে না পারেন, তার জন্যই এই ভিসা নিষিদ্ধ করার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিয়োর তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্তাইন অথরিটির কোনও নেতা যাতে UNGA এর বৈঠকে হাজির হতে না পারেন, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে মার্কো রুবিয়োর তরফে।

পাশাপাশি আমেরিকার নিরাপত্তার কথা ভেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সন্ত্রাসবাদে মদতদাতা কেউ যাতে আমেরিকায় প্রবেশ করতে না পারেন, তার  জন্যই প্যালেস্তিনীয় নেতাদের ভিসা নিষিদ্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প সরকারের এই নির্দেশের ফলে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্তাইন অথরিটির কোনও নেতার পাশাপাশি প্রেসিডেন্ট আব্বাসও এবার আমেরিকায় প্রবেশ করতে পারবেন না এবং রাষ্ট্রসংঘের সভায় নিজের বক্তৃতা দিতে পারবেন না বলেই জানা যাচ্ছে।

প্যালেস্তিনীয় নেতাদের প্রবেশ নিষিদ্ধ করল আমেরিকা...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement