Bangladesh Floods: বাংলাদেশে বন্যায় ভাসছে আরও ১১ জেলা, মৃত ৫৯ জনের

Flood In Bangladesh (Photo Credit: ANI/X)

এক নাগাড়ে বন্যার (Flood)  জেরে জলে ভাসছে বাংলাদেশ (Bangladesh)। নতুন করে বাংলাদেশের ১১টি জায়গায় বন্যা দেখা দিয়েছে। ফলে মানুষ নতুন করে বিপদে পড়তে শুরু করেছেন। রিপোর্টে খবর, বাংলাদেশের ওই ১১টি জেলায় ৫৩ লক্ষ মানুষ বিপদেে পড়েছেন। জানা যাচ্ছে, বন্যার জেরে ওই ১১টি জেলায় বহু মাটির বাড়ি, ঘর ধুয়ে, মুছে সাফ হয়ে যায়। সেই সঙ্গে চায়ের জমিও নষ্ট হতে শুরু করেছে। বহু মানুষকে উদ্ধার করে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হলেও, এখনও অনেকে সাহায্যের আশায় বসে রয়েছেন। প্রশাসনের উদ্ধারকারী দলের তরফে কাজ শুরু করা হয়েছে। তবে কত মানুষ কোথায় আটকে রয়েছেন, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন: Bangladesh Flood:  'বাংলাদেশের বন্যায় ভারত কোনওভাবে দায়ি নয়', বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে স্পষ্ট জানাল দিল্লি

বাংলাদেশের একের পর একে জেলা প্লাবিত হয়ে গিয়েছে,দেখুন...