China Corona: হু হু করে বাড়ছে করোনা, চিনে আই ফোন তৈরি তলানিতে

করোনার দাপট বেড়েই চলেছে চিনে। বিশ্বের বেশিরভাগ দেশেই যখন কোভিড সংক্রমণ একেবারে কমে গিয়েছে, ড্রাগনের দেশে কিন্তু উল্টো ছবি। সাংহাই, গোয়াংঝাউ সহ চিনের বেশিরভাগ জায়গায় বেশ ঊর্ধমুখী করোনার গ্রাফ।

Mobile Phone Representational Image (Photo Credits: Pixabay)

করোনার দাপট বেড়েই চলেছে চিনে। বিশ্বের বেশিরভাগ দেশেই যখন কোভিড সংক্রমণ একেবারে কমে গিয়েছে, ড্রাগনের দেশে কিন্তু উল্টো ছবি। সাংহাই, গোয়াংঝাউ সহ চিনের বেশিরভাগ জায়গায় বেশ ঊর্ধমুখী করোনার গ্রাফ। আর চিনের করোনার বাড়বাড়ন্ত সরাসরি ধাক্কা দিচ্ছে আই ফোনকে। অ্যাপেলের আই ফোনের সবচেয়ে বড় ফ্যাক্টারি চিনের ঝেংঝাউ প্রদেশে।

সেখানে করোনার সংক্রমণ গত কয়েক দিনে তুঙ্গে উঠেছে। ফলে সেখানে জারি হয়েছে কড়া কোভিড বিধি। যে কারণে ব্যাহত হচ্ছে আই ফোন তৈরির কাজ। এই নিয়ে অ্যাপেল সরাসরি বিবৃতি দিয়ে জানাল, চিনে কোভিড বৃদ্ধি পাওয়ায় আই ফোন কম উতপাদন হচ্ছে।

দেখুন টুইট