Ali Khamenei: আলি খামেনির জীবনদশাতেই গোপনে তাঁর উত্তরসূরি বাচাই, ইরানের পরবর্তী শীর্ষনেতা হলেন...
৮৫ বছরের বৃদ্ধ খামেনির উত্তরসূরি কে হবেন? সেই নিয়ে বেশ কিছু সময় ধরেই জল্পনা চলছিল। তবে ইরানের মিডিয়া রিপোর্ট বলছে, দেশের শীর্ষনেতাকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে।
গুরুতরভাবে অসুস্থ ইরানের শীর্ষনেতা আলি খামেনি (Ali Khamenei)। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে খামেনির অসুস্থতা নতুন করে চিন্তা বাড়িয়ে তুলেছে দেশটির। ৮৫ বছরের বৃদ্ধ খামেনির উত্তরসূরি কে হবেন? সেই নিয়ে বেশ কিছু সময় ধরেই জল্পনা চলছিল। তবে ইরানের মিডিয়া রিপোর্ট বলছে, দেশের শীর্ষনেতাকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। খামেনি তাঁর জীবনদশাতেই নিজের আসনে পুত্র মোজতবাকে বসাতে চান। মনে করা হচ্ছে বার্ধক্যজনিত রোগে ভুগছেন ইরানের প্রবীণ নায়ক। তাই নিজের উত্তরসূরি হিসাবে দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে ইরানের ধর্মীয় শীর্ষনেতা হিসাবে বেঁছে নিয়েছেন আয়াতোল্লা আলি খামেনি। তবে বছর পঞ্চান্নের মোজতবাকে ইরানের শীর্ষনেতা হিসাবে বেছে নেওয়ার ঘটনাটি একেবারেই গোপনে ঘটেছে।
খামেনির উত্তরশুরু দ্বিতীয় পুত্র মোজতবা...