Afghanistan's Panjshir Valley: 'পাকিস্তান দূর হঠো', পাক দূতাবাসের সামনে বিক্ষোভ আফগান মহিলার, উত্তাল কাবুল
দূর হঠো পাকিস্তান। পঞ্জশিরকে (Panjshir Valley) সমর্থন করুন। পঞ্জশির উপত্যকা দখল করতে তালিবানকে (Taliban) সাহায্য করছে পাকিস্তান (Pakistan)। এই অভিযোগ সামনে আসার পর এবার কার্যত উত্তাল হয়ে উঠল কাবুল (Kabul)। মঙ্গলবার কাবুলে পাকিস্তান দূতাবাসের সামনে প্রতিবাদ করতে দেখা যায় একাধিক আফগান মহিলাকে (Afghan Women)। পঞ্জশির থেকে দূরে যাও পাকিস্তান। এই স্লোগানে মুখর হয়ে ওঠে কাবুল। পঞ্জশিরে পাকিস্তানের নাক গলানো বরদাস্ত করা হবে না বলে স্লোগান দিতে শুরু করেন আফগানিস্তানের বহু মানুষ।