Washington Amphitheatre Shooting: ওয়াশিংটনের সেরা মিউজিক থিয়েটারে বন্দুকবাজের হামলা, পাঁচ জনের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের গর্গে অ্যাম্পিথিয়েটারে বন্দুকবাজের হামলা। গর্গে অ্যাম্পিথিয়েটারে হল আমেরিকার অন্যতম সেরা মিউজিক ভেন্য়ু।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের গর্গে অ্যাম্পিথিয়েটারে বন্দুকবাজের হামলা। গর্গে অ্যাম্পিথিয়েটারে হল আমেরিকার অন্যতম সেরা মিউজিক ভেন্য়ু। এখানে দুনিয়ার সেরা সঙ্গীতশিল্পীদের গান শুনতে, পারফরম্যান্স দেখতে অর্থ খরচ করে আসেন সাধারণ মানুষ। শনিবার স্থানীয় সময় পৌনে ৯টা নাগাদ সেখানে আচমকা গুলিরে শব্দে সবাই ভয় পেয়ে যান। কিছুক্ষণ পরেই বোঝা যায় বন্দুকবাজ ঢুকে পড়েছে। এর পরেই চলতে থাকে এলোপাথাড়ি গুলি। পুলিশ, নিরাপত্তারক্ষীরা পুরোটা ভালভাবে বুঝে ওঠার আগে চলে যায় অন্তত পাঁচটি প্রাণ।
দেখুন টুইট