Migrants Boats Sinks: সীমান্তে ট্রাম্পের বজ্র আটুনি, নৌকাডুবিতে ৮ বছরের অভিবাসী কিশোরীর মৃত্যু
ট্রাম্পের বজ্র আটুনিতে সেনা পাহারায় একটা মাছিরও সীমান্ত টপকে আমেরিকায় ঢোকার সুযোগ থাকছে না।
Migrants Boats Sinks: ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকার সীমান্তে বসেছে কড়া প্রহরা। ট্রাম্পের বজ্র আটুনিতে সেনা পাহারায় একটা মাছিরও সীমান্ত টপকে আমেরিকায় ঢোকার সুযোগ থাকছে না। এরমধ্যে দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ভেনেজুয়েলা থেকে সমুদ্রপথে নৌকায় চড়ে পানামা উপকুলে এসে পড়ে ১৯ জনের দল। কিন্তু পানামা উপকুল থেকে সীমান্ত টপকে আমেরিকায় ঢুকে পড়ার সময় মার্কিন সেনার তাড়া খেয়ে পালাতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটল।
দক্ষিণ আমেরিকা থেকে আসা সেই নৌকা মার্কিন সেনার কাছে তাড়া খেয়ে ফেরার পথে ডুবে গেল। সমুদ্রের উত্তাল ঢেউয়ের গতি একেবারে বেড়ে যাওয়া, আর প্রবল বৃষ্টির কারণেই নামা উপকুলের কাছে সমুদ্রে ডুবে যায় নৌকাটি। নৌকাডুবিতে ৮ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়। ৫ জনকে উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবিতে ৯ বছরের শিশুর মৃত্যু
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)