Blast: কয়লাখনিতে জোড়া বিস্ফোরণ, মৃত ৫১, আহত ২০
২০১৩ সালে দুটি ভিন্ন খনিতে দুর্ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয়। শেষ ২০১৯ সালে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরান।
নয়াদিল্লিঃ ইরানের(Iran) দক্ষিণ খোরাসান প্রদেশের কয়লাখনিতে(Coal MIne) ভয়াবহ বিস্ফোরণ(Blast)। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাত ৯ টা নাগাদ মদনজু কোম্পানি পরিচালিত খনির দু'টি ব্লকে পরপর বিস্ফোরণ হয়। দুর্ঘটনার সময় ওই খনিতে ৬৯ জন শ্রমিক কাজ করছিলেন। এই ঘটনায় ৫১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ২০ জন শ্রমিক। প্রসঙ্গত, ইরানে কয়লাখনিতে এমন দুর্ঘটনা এই প্রথম নয়, এর আগেও ইরানে এই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৩ সালে দুটি ভিন্ন খনিতে দুর্ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয়। শেষ ২০১৯ সালে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরান।
কয়লাখনিতে জোড়া বিস্ফোরণ