Earthquake In Japan: ভূমিকম্পে কাঁপল জাপান, দেশজুড়ে জারি সুনামির সতর্কতা

ভূতাত্ত্বিকদের মতে, জাপানে বারবার ভূমিকম্প আঘাত হানার কারণ হল দেশটির ভৌগোলিক অবস্থান। জাপান ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বেল্ট।

Earthquake Photo Credit: FIle Image

নয়াদিল্লিঃ ভূমিকম্পে(Earthquake) কাঁপল জাপান(Japan)। সোমবার রাতে জাপানের ইজু দ্বীপপুঞ্জের কাছে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে যার কম্পন ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের পর এ বার জাপানে সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস)। সতর্কবার্তা দিয়ে জানানো হয়, ইজু দ্বীপপুঞ্জে সকাল সাড়ে ৮টা এবং ও গাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার মধ্যে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। প্রসঙ্গত, ভূতাত্ত্বিকদের মতে, জাপানে বারবার ভূমিকম্প আঘাত হানার কারণ হল দেশটির ভৌগোলিক অবস্থান। জাপান ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বেল্ট। সমীক্ষা বলছে, জাপানে প্রতিবছর গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প হয়।

 ভূমিকম্পে কাঁপল জাপান, দেশজুড়ে জারি সুনামির সতর্কতা