Qatar Airways Boeing: কাতার এয়ারওয়েজের বোয়িং বিমানে আবহাওয়ার ঝঞ্ঝায় বড় বিভ্রাট, আহত ১২

ফের বোয়িং-য়ের বিমান বিভ্রাট। এবার আবহাওয়া সংক্রান্ত। কাতার এয়ারওয়েজের দোহা থেকে আয়ারল্যান্ডের ডাবলিনগামী বোয়িং ৭৮৭ বিমানে ঝঞ্ঝা বা টার্বুলেন্স।

Plane, Representational Image (Photo Credit: X)

ফের বোয়িং-য়ের বিমান বিভ্রাট। এবার আবহাওয়া সংক্রান্ত। কাতার এয়ারওয়েজের দোহা থেকে আয়ারল্যান্ডের ডাবলিনগামী বোয়িং ৭৮৭ বিমানে ঝঞ্ঝা বা টার্বুলেন্স। এর জেরে কাতার এয়ারওয়েজের এই বিমানে ১২ জন যাত্রী ও বিমান কর্মী গুরুতর আহত হলেন। খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারায় বলে খবর। আহতদের মধ্যে ৬ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য আছেন।

আধুনিক বিমানে টার্বুলেন্স বা তীব্র ঝঞ্ঝা রোখার জন্য নানা প্রযুক্তি আছে। কেন সেগুলো কাজ করল না তা নিয়ে বোয়িং কর্তৃপক্ষ ফের প্রশ্নের মুখে। গত কয়েক দিনে বারবার বোয়িংয়ের বিমানের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)