
Boeing 747-8 Jumbo Jet: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)-কে খুশি করতে মোটা অর্থ খরচ করছে কাতারের রাজ পরিবার। বিশ্ব রাজনীতিতে ঝড় তোলা, বাণিজ্য যুদ্ধে নামা ট্রাম্পকে কাছে টেনে বড় উপহার দিচ্ছে কাতার। মধ্যপ্রাচ্যে রাজ করতে ট্রাম্পের বৃত্তে ঢোকা জরুরি তাই ৩৬৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে কাতারের রাজ পরিবার। আগামিকাল, সোমবার সৌদি আরব, ইউএই কাতারের তিন দেশে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন সিংহাসনে বসার পর ট্রাম্পের এটিই প্রথম সরকারী বড় মাপের বিদেশ সফর।
সোমবার মধ্যপ্রাচ্য সফরে প্রেসিডেন্ট ট্রাম্প
প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি (Tamim Bin Hamad Al Thani) তাঁকে বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেট উপাহর দেবেন। শোনা যাচ্ছে সেই পরে এই বোয়িং জাম্বো জেট বিমানটিই মার্কিন প্রেসিডেন্টের সরকারী বিমান হিসেবে ব্যবহার করা হবে। এতদিন মার্কিন রাষ্ট্রপতিরা সরকারী যে বিমান ব্যবহার করতেন তা সম্ভবত বাতিলের খাতায় ফেলে দেবে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্পকে বিলাসবহুল বিমান উপহার দিচ্ছে কাতার
President Trump reportedly is set to accept a luxury Boeing 747-8 jumbo jet as a gift from Qatar's ruling family during his trip to the Middle East this week, and U.S. officials could convert the plane into a potential presidential aircraft. https://t.co/aRdh1xXjXY
— The Associated Press (@AP) May 11, 2025
ট্রাম্পের চোখ মধ্যপ্রাচ্যের ব্যবসায়
আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরবআমিরশাহি ও কাতারের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সারবেন। সেখানে গিয়ে গাজা, ইরান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও বৈঠক সারবেন ট্রাম্প।