Tusker: জলপাইগুড়িতে রেল চালকের তৎপরতায় প্রাণ বাঁচল হাতির, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই সবাই ধন্যবাদ জানাচ্ছেন ট্রেনটির চালকদের। তাঁরা বিষয়টি লক্ষ করে এমারজেন্সি ব্রেক মারায় প্রাণ বেঁচেছে ওই হাতিটির।

(Photo Credits: DRM Alipurduar)

জলপাইগুড়ি: রেল চালকদের (railway driver) তৎপরতায় ফের প্রাণ বাঁচাল একটি হাতির (Tusker)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) কাছে খোরদা-বোলানগির বিজি লাইনে (Khorda-Bolangir BG line)। এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই সবাই ধন্যবাদ জানাচ্ছেন ট্রেনটির চালকদের। তাঁরা বিষয়টি লক্ষ করে এমারজেন্সি ব্রেক (emergency brake) মারায় প্রাণ বেঁচেছে ওই হাতিটির।

পাশাপাশি বন্য পশুদের যাতায়াতের রাস্তা দিয়ে যে রেললাইনগুলি (rail lines) গেছে সেখানে ট্রেন যাতে আস্তে চলাচল করে ও আন্ডারপাস তৈরি করা হয় তার ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে।

s

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now