21 July Rally: মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের দাবি করে, কিন্তু ওঁরা করে দেখাতে পারে না: মমতা

চলতি বছরে লোকসভা নির্বাচন বঙ্গে বিজেপির আসন সংখ্যা যেমন কমেছে, তেমনই অন্যদিকে তৃণমূল ফিরে পেয়েছে একাধিক হারিয়ে যাওয়া আসন।

চলতি বছরে লোকসভা নির্বাচন বঙ্গে বিজেপির আসন সংখ্যা যেমন কমেছে, তেমনই অন্যদিকে তৃণমূল ফিরে পেয়েছে একাধিক হারিয়ে যাওয়া আসন। সেই সঙ্গে এবার পার্লামেন্টে তৃণমূলের মহিলা সাংসদের সংখ্যাও অনেকটাই বেড়েছে। ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "মা মাটি মানুষদের ধন্যবাদ তাঁদের জন্যই আমরা এতবড় জয় পেয়েছি। বাংলাই একমাত্র জায়গা যেখানে আমাদের নির্বাচিত মহিলা সাংসদ ৩৮ শতাংশ রয়েছে। অন্যরা প্রতিবছর দাবি করেন মহিলাদের জন্য ৩৩ শতাংশ রিজারভেশন চাই, কিন্তু ওঁরা করে দেখাতে পারে না। আমরাই একমাত্র দল যাঁরা পার্লামেন্টে এত মহিলা সাংসদ পাঠিয়েছি। ওঁরা আমাদের দলের সম্পদ"।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)