Sukehndu Sekhar Roy: মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে, এরপর কী! সন্দীপ ঘোষের গ্রেফতারির পর ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের সুখেন্দু শেখর রায়ের

আরজি কর কাণ্ডে ফের এক্স প্ল্যাটফর্মে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের (Sukehndu Sekhar Roy)। হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের গ্রেফতারির ঠিক পরেই এক্স প্ল্যাটফর্মে সুখেন্দুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে, এরপর কী?

Sukhendu Sekhar Ray.jpg (Photo Credit: Twitter)

আরজি কর কাণ্ডে ফের এক্স প্ল্যাটফর্মে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের (Sukehndu Sekhar Roy)। হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের গ্রেফতারির ঠিক পরেই এক্স প্ল্যাটফর্মে সুখেন্দুর ইঙ্গিতপূর্ণ পোস্ট, মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে, এরপর কী? আরজি কর আন্দোলনের মাঝে চাপে থাকা তৃণমূলকে আরও চাপে ফেলে দিচ্ছে সুখেন্দু শেখরের একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। আরও একবার বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন তিনি, এমন কথাই বলছে রাজনৈতিক মহল। গতকাল, রবিবার সুখেন্দু শেখর রায় দলকে অস্বস্তি ফেলে বলেছিলেন, জুলাই মাসে সাধারণ মানুষ ধুলোয় মিশিয়ে দিয়েছিল বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের।

এক্স প্ল্যাটফর্মে কী লিখলেন সুখেন্দু শেখর রায়

আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েল-কে জেরা করুক সিবিআই, এমন দাবি করেছিলেন সুখেন্দু শেখর রায়।