TMC: জাতীয় দলের তকমা হারিয়ে আইনি পথ খতিয়ে দেখছে তৃণমূল

বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। তৃণূমল এখন শুধু আঞ্চলিক দল।

TMC: জাতীয় দলের তকমা হারিয়ে আইনি পথ খতিয়ে দেখছে তৃণমূল
ফাইল ফটো

বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। তৃণূমল এখন শুধু আঞ্চলিক দল। ২০২৪ লোকসভায় নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি লড়াইয়ে নামার আগে ধাক্কা খেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, " তৃণমূল কংগ্রেস অনেক বাধা টপকে এত দূর এসেছে, আমরা এই বাধাটাও টপকে যাবো। নির্বাচন কমিশনের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেওয়া নিয়ে আমাদের কোনও ফারাক হবে না। আমরা মানুষের হয়ে লড়াই চালিয়ে যাবো।"

এদিকে সংবাদসংস্থা এএনআইয়ের খবর, জাতীয় দলের স্বীকৃতি কাড়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আইনি পথ কী থাকছে, কীভাবে লড়া যায় তা খতিয়ে দেখছেন। তৃণমূলের পাশাপাশি এনসিপি ও সিপিআইয়ের জাতীয় দলের স্বীকৃতি কেড়েছে কমিশন। আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া হয়েছে। আরও পড়ুন-তৃণমূলের জাতীয় দলের মর্যাদা কেড়ে নিল নির্বাচন কমিশন, এনসিপি, সিপিআইও তকমা হারাল সর্বভারতীয় পার্টির

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement