TMC: তৃণমূলে যোগ কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারির, সন্তোষই এখন কলকাতা পুরসভায় হাত শিবিরের সবেধন নীলমণি
কদিন আগেই মেয়র ফিরহাদ হাকিমের জামাইকে তৃণমূল থেকে কংগ্রেসে এনেছিলেন হাত শিবিরের রাজ্য সভাপতি অধীর চৌধুরী।
কদিন আগেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার-কে তৃণমূল থেকে কংগ্রেসে এনে চমক দিয়েছিলেন হাত শিবিরের রাজ্য সভাপতি অধীর চৌধুরী। এবার পাল্টা দিল তৃণমূল। বন্দর এলাকার দাপুটে কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারি যোগ দিলেন তৃণমূলে। এর ফলে ১৪৪ ওয়ার্ডের কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হল ১৩৬, সেখানে কংগ্রেস কমে দাঁড়াল একে। কলকাতা পুরসভায় বিজেপির আছে তিনজন, বামেদের দুইজন ও নির্দল দু'জন কাউন্সিলর।
২০২১ কলকাতা পুরভোটে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতেছিলেন দুই কাউন্সিলর। সন্তোষ পাঠক এবং ওয়াসিম আনসারি। ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারি দলবদল করায় শেষমেশ টিকে রইলেন সন্তোষ একা। দলবদল প্রসঙ্গে মেটিয়াব্রুজ এলাকার কাউন্সিলর ওয়াসিম আনসারি জানালেন, কংগ্রেসে থেকে উন্নয়নের কাজ করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হতেই দলবদল।
দেখুন ছবিতে
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)