West Bengal: শপথ নিয়ে রাজভবন-নবান্নের টানাপড়েন অব্যাহত, বিধানসভার বাইরে তৃতীয় দিনে ধর্নায় সায়ন্তিকা এবং রেয়াত
শুক্রবার তৃতীয়দিনে বিধানসভার বাইরে আম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন সায়ন্তিকা এবং রেয়াত। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথ নিতে চান বিধানসভার দুই সদ্য বিজয়ী সদস্য।
বিধানসভায় দুই নির্বাচিত সদস্যের শপথ নিয়ে রাজভবন এবং নবান্নের টানাপড়েন অব্যাহত। রাজভবনে নয় বরং বিধানসভার সদস্য হিসাবে স্পিকারের কাছে শপথ নেওয়ার আর্জি জানিয়ে বিধানসভার বাইরে ধর্নায় বসেছেন সদ্য বিজয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং রেয়াত হোসেন সরকার। শুক্রবার তৃতীয়দিনে বিধানসভার বাইরে আম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন সায়ন্তিকা এবং রেয়াত। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথ নিতে চান বিধানসভার দুই সদ্য বিজয়ী সদস্য। রাজ্যপাল সিভি আনন্দ বোস যেন দ্রুত সেই ব্যবস্থাই করেন। আর তা না হলে পরিস্থিতির মীমাংসার জন্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাওয়া হবে বলেও জানিয়েছেন বিধানসভার স্পিকার।
আরও পড়ুনঃ নিট ইস্যুতে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ স্পিকারের বিরুদ্ধে, উত্তাল সংসদ
ধর্নায় সায়ন্তিকা এবং রেয়াত...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)