Sagarika Ghose: এনআইএ কি বিজেপির হাতের পুতুল! ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড নিয়ে সবর তৃণমূলের সাগরিকা

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড ২ বছর কেটে যাওয়ার পর আচমকা লোকসভা ভোটের আগে কেন ঘুম ভাঙল এনআইএ-এর। বুধবার এমনই প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose)। তাঁর মতে, "২০২২ সালে ভূপতিনগরের বিস্ফোরণকাণ্ড নিয়ে আদর্শ আচরণবিধি লাঘু হওয়ার তদন্তে নেমেছে এনআইএ। যেদিন ঝামেলা হয়েছে সেদিন রাত ৩টে নাগাদ গ্রামবাসীদের বাড়ি গিয়ে কড়া নেড়েছে আধিকারিকরা। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার কারণে তাঁরা প্রতিবাদ করেছে। এমনকী যাওয়ার আগে স্থানীয় থানায় খবর দেয়নি। বরং ৫টার পর ফোন করে থানায় খবর দেওয়া হয়। রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। এনআইএ কি তাহলে বিজেপি চালাচ্ছে? বিজেপির হাতের পুতুল হয়ে গিয়েছে এনআইএ?"