Rabindra Nath Tagore Death Anniversary: বাইশে শ্রাবণে প্রাণের ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (দেখুন পোস্ট)
বিশ্বকবির প্রয়াণদিবস উপলক্ষ্যে এদিন বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে নিমতলা শ্মশান ঘাটে কবিগুরুর স্মৃতি সৌধে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নারী ও শিশু বিকাশ মন্ত্রী শশী পাঁজা সহ বিশিষ্ট জনেরাও সেখানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আজকের এই দিনে বাংলার প্রাণের ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে করা পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিক্নির্দেশক।”
ফেসবুকেও মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে দেখা যায়।
বিশ্বকবির প্রয়াণদিবস উপলক্ষ্যে এদিন বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে নিমতলা শ্মশান ঘাটে কবিগুরুর স্মৃতি সৌধে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নারী ও শিশু বিকাশ মন্ত্রী শশী পাঁজা সহ বিশিষ্ট জনেরাও সেখানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নবান্নে তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রীসভার সদস্য অরূপ রায় ও অন্যান্য সচিবরা।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)