Lok Sabha Elections 2024: ফের উত্তরবঙ্গে মোদীর সভা, মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব কি ফেরাবেন?
আজ জনসভা থেকে মুখ্যমন্ত্রীর কটাক্ষের কী জবাব দেন প্রধানমন্ত্রী, সেই দিকে নজর রাজ্যবাসীর।
বৃহস্পতিবারই কোচবিহারে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে মোদীর নিশানায় এদিন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ২৪ ঘণ্টার মধ্যেই জলপাইগুড়ির জনসভা থেকে ঝড় এবং চা বাগান শ্রমিকদের প্রসঙ্গ তুলে ‘মোদী গ্যারান্টি’কে কটাক্ষ করেন মমতা। রবিবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। ধূপগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভার জন্যে প্রস্তুতি পর্ব একেবারে শেষ পর্যায়ে। আজ জনসভা থেকে মুখ্যমন্ত্রীর কটাক্ষের কী জবাব দেন প্রধানমন্ত্রী, সেই দিকে নজর রাজ্যবাসীর। রবিবার পরপর তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। বিহারের নওয়াদায় জনসভা সেরে জলপাইগুড়ি আসবেন মোদী। এরপর তিনি যাবেন মধ্যপ্রদেশ। সেখানে করবেন রোড শো।
শেষ মুহূর্তের প্রস্তুতি...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)