Mamata Banerjee On Mukul Roy: 'মুকুল রায় বিজেপির বিধায়ক', মুকুল প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক হয়ে ফের তৃণমূলে ফিরে যাওয়া মুকুল রায়কে নিয়ে হঠাৎই রাজ্য রাজনীতিতে উত্তেজনা।

Mamata Banerjee On Mukul Roy Photo Credit: Twitter@ANI

তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক হয়ে ফের তৃণমূলে ফিরে যাওয়া মুকুল রায়কে নিয়ে হঠাৎই রাজ্য রাজনীতিতে উত্তেজনা। গত সোমবার রাতে আচমকাই দিল্লি চলে যান মুকুল। তারপরেই বাবার  নিখোঁজ হওয়ার অভিযোগ আনেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। এরপর জানা যায় দিল্লিতে আছেন মুকুল রায়। আজ (১৯ এপ্রিল) বুধবার সকালে মুকুল বলেন, ‘‘স্ত্রী বা নিকটাত্মীয়কে হারালে যেমন মানসিক অবস্থা হয়, সেটা হয়েছিল, এখন আর নেই। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকব।’’

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- 'মুকুল রায় কোথায় যাবেন সেটা তাঁর নিজের ব্যাপার। মুকুল রায় বিজেপির বিধায়ক আছেন'। সেই সঙ্গে তিনি আরও বলেন, 'তাঁর ছেলে যে অভিযোগ করছেন তার ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবেন। হতেই পারে যে ওঁকে ভয় দেখানো হয়েছে।