Durga Puja: বাজেটে বঞ্চিত বাংলা! তবু রাজ্যের পুজো কমিটিগুলোর অনুদান বাড়িয়ে ৮৫ হাজার করলেন মুখ্যমন্ত্রী মমতা

এদিন তিনি এও জানান, আগামী বছর দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে।

Mamata Banerjee (Photo Credits: X)

২৩ জুলাই মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের পুজো কমিটিগুলোকে নিয়ে প্রাকপুজো বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এইবার দুর্গাপুজোর অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানালেন, রাজ্যের ক্লাব পিছু দুর্গাপুজো আয়োজনের জন্যে বরাদ্দ ৭০ হাজার টাকা বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হল। এদিন তিনি এও জানান, আগামী বছর দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে।

দেখুন... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)