Mamata Banerjee: এদের চা পাতা কেনা যেন বন্ধ না করা হয়! আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর
জলপাইগুড়ি, ৩ এপ্রিল: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচি করেন। এদিন দুপুরে চালসার চা বাগানে যান তিনি। কথা বলেন চা বাগানের মালিক ও কর্মীদের সঙ্গে। ২০১৫ সালে এই এলাকার চা বাগানগুলিতে হঠাৎ পোকামাকড়ের উপদ্রব শুরু হয়। যার ফলে এখান থেকে চা নেওয়া বন্ধ করে দেয় টি বোর্ড। তারফলে রাতারাতি বন্ধ হয়ে যায় বাগানগুলি। বেকার হয়ে পড়েন অসংখ্য শ্রমিক।
এই নিয়ে বুধবার চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর তিনি বলেন এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়। শ্রমিকরা যাতে কাজ করতে পারেন তার জন্য উত্তরবঙ্গের সমস্ত দফতরের কাছে অনুরোধ করা হচ্ছে এদের থেকে যেন চা পাতা কেনা হয়। এটা মানবিক আবেদন। ভোট মিটে গেলে এখানে বৈজ্ঞানিকরা এসে পরীক্ষা করবে। কীভাবে এই পোকামাকড়ের সমস্যা সমাধান হয় সে বিষয়ে তখন জানা যাবে।
টি বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হোক। হলদিয়াতে রাখা হোক, পোর্টে রাখা হোক ও ডিভিসিতে রাখা হোক। খোঁজ নিয়ে দেখুন এখন আর বাঙালিদের রাখা হয় না। সামনে ভোট তাই এখন কিছু বলছি না। তবে আমাদের প্রশাসন এদের সাহায্য করতে পারে।