Mamata Banerjee: 'বিজেপির জামানত জব্দ করতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে', নেতাজি ইন্ডোর থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়

Mamata Banerjee (Photo Credit: Facebook)

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) দলের মহাসমাবেশ থেকে বিজেপিকে (BJP) জোরদার আক্রমণ রলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, 'এয়ার ইন্ডিয়া বেঁচে দিয়েছে, ইনসিওরেন্স বেঁচে দিয়েছে। আপনি টাকা রেখেছেন, সেই টাকা পাবেন কি না, সন্দেহ। এপর রেল বেঁচবে। টুকরো টুকরো করে বেঁচবে। সব পরিকল্পনা তৈরি।'  বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে মমতা বন্দ্য়োপাধ্যায় আরও বলেন,  'কুৎসার দল, হিংসুটের দল, স্বৈরাচারীর দল একটা। জগাই মাধাই গদাই আবার হবে। বাংলাটা হল সোনার হাঁস। সোনার হাঁসকে একদিনে মেরে দিয়ে সব নিয়ে যাবে। বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা। বিজেপি আর সিপিএমের জামানত জব্দ করুন। বাংলার মাকে এগিয়ে যেতে দিন। বাংলার ভাইবোনদের এগিয়ে যেতে দিন। যাঁরা রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেন, তাদের জায়গা এই বাংলায় নেই। ফলে কর্মীদের সংগঠনকে জোরদা করতে হবে। এলাকায় যাতে গোষ্ঠী সংঘর্ষ না হয়, সেদিকে নজর রাখতে হবে' বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের পাশাপাশি বাংলাকে রক্ষা করতে হবে। তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement