Loksabha Election 2024: "বাংলা ছিল ভারতের উন্নয়নের পথিকৃৎ, এখন সেই বাংলায় শুধু হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি" জনসভায় বললেন মোদি (ভিডিও দেখুন)

তৃতীয় দফায় নির্বাচনে উত্তরবঙ্গের মালদহ উত্তর ও মালদহ দক্ষিণের প্রার্থীর হয়ে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় বক্তব্য রাখতে গিয়ে দূর্নীতি ও কেলেংকারি নিয়ে শাসক দলকে আক্রমণ করেন তিনি।

PM Modi (Photo Credit: ANI/Twitter)

দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। তারই মধ্যে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। তৃতীয় দফায় নির্বাচনে উত্তরবঙ্গের মালদহ উত্তর ও মালদহ দক্ষিণের প্রার্থীর হয়ে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় বক্তব্য রাখতে গিয়ে দূর্নীতি ও কেলেংকারি নিয়ে শাসক দলকে আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "একটা সময় ছিল যখন বাংলা ছিল ভারতের উন্নয়নের চালিকাশক্তি। তা সামাজিক সংস্কার হোক, বৈজ্ঞানিক অগ্রগতি হোক, দার্শনিক অগ্রগতি হোক, আধ্যাত্মিক অগ্রগতি হোক, এমনকি জীবন বিসর্জন দেওয়া হোক। দেশের এমন কোন ক্ষেত্র ছিল না যা বাংলার নেতৃত্বে ছিল না কিন্তু প্রথমে বামপন্থী এবং তারপরে এই তৃণমূলের শাসন এই রাজ্যের মাহাত্ম্য ও সম্মানকে ক্ষুণ্ণ করেছে এবং তৃণমূলের শাসনকালে শুধু একটি জিনিসই বাংলা জুড়ে বিরাজ করছে যা হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি।

দেখুন সেই ভিডিও-

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)