Kolkata: কলকাতায় ১৪৪ ধারা জারি নিয়ে খবর বিভ্রান্তমূলক, এএনআইয়ের টুইটের জবাবে জানাল কলকাতা পুলিশ
কলকাতার বিশেষ কয়েকটি জায়গায় মঙ্গলবার থেকে আগামী দু মাস ১৪৪ ধারা জারি থাকবে। এই খবরটি এদিন সন্ধ্যা নাগাদ সংবাদ সংস্থা এএনআই-য়ের তরফ থেকে প্রকাশ করা হয়। সেই খবরের সূত্র ধরে কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় খবর।
কলকাতার বিশেষ কয়েকটি জায়গায় মঙ্গলবার থেকে আগামী দু মাস ১৪৪ ধারা জারি থাকবে। কিন্তু কলকাতা পুলিশ জানাল, খবরটি বিভ্রান্তমূলক। এই খবরটি এদিন সন্ধ্যা নাগাদ সংবাদ সংস্থা এএনআই-য়ের তরফ থেকে প্রকাশ করা হয়। সেই খবরের সূত্র ধরে কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় খবর। লেটেস্টলি বাংলাও এই খবরটিকে এএনআই-য়ের টুইটের মাধ্যমে প্রকাশ করে। আমাদের খবরে লেখা হয়, আগামী ২৮ মে মঙ্গলবার থেকে দু'মাসের জন্য কলকাতার একাধিক এলাকায় জারি হচ্ছে ১৪৪ ধারা।
কিন্তু কলকাতা পুলিশ পরে জানায়, এএনআই-য়ের খবরে প্রথম প্রকাশিত শহরের একাংশের ১৪৪ ধারা জারির খবরটি বিভ্রান্তকর। ডালহৌসি ও ভিক্টোরিয়া হাউস চত্বরে নিয়মিত এই নিয়ম থাকে। এটা নতুন কিছু নয়। প্রতি ২ মাস অন্তর এমন নির্দেশিকা দেওয়া হয়। সঙ্গে এএনআই-কে এমন বিভ্রান্ত খবর না ছড়ানোর অনুরোধও করে কলকাতা পুলিশ।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)