Kanchanjungha Express Accident: ছড়িয়ে ছিটিয়ে রেলের কামরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর প্রকাশ্যে সেই ভয়াবহ ছবি

Kanchanjungha Express Accident (Photo Credit: ANI/Twitter)

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে  (Kanchanjungha Express) দুর্ঘটনার জেরে ফের  রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ৮ থেকে ৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওই ঘটনায় আহত পরপর ২৫ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে সোমবার বিকেলে উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আহতদের সঙ্গে কথা বলেছেন বলে জানান। অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভ আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনার পর এবার দেখুন ফাঁসিদেওয়ার ড্রোন ফুটেজ। যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসে ধাক্কা দেয় মালগাড়ি।

আরও পড়ুন: Sealdah Kanchanjungha Express Accident: দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫, আহত ২৫, উদ্বেগ প্রকাশ রেলমন্ত্রীর

দেখুন ভিডিয়ো...