Kali Puja in Mamata Banerjee's House: মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো, দাঁড়িয়ে থেকে সব আয়োজন করলেন মমতা
পায়ে চোটের কারণে নিয়মিত রাজনৈতিক কাজে যোগ দিতে না পারলেও কালীপুজোয় কোন ফাঁক রাখলেন না তিনি। প্রতি বছরের মতই এই বছরই আড়ম্বরে মা কালীর পুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী।
প্রতি বছরই নিজের কালীঘাটের বাড়িতে কালীপুজোর (Kali Puja) আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পায়ে চোটের কারণে নিয়মিত রাজনৈতিক কাজে যোগ দিতে না পারলেও কালীপুজোয় কোন ফাঁক রাখলেন না তিনি। প্রতি বছরের মতই এই বছরই আড়ম্বরে মা কালীর পুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে মায়ের জন্যে ভোগ রান্না করেছেন বলেও জানা গিয়েছে। মমতার বাড়িতে কালীপুজোয় আমন্ত্রিত থাকেন রাজনীতিবিদ, পুলিশ আধিকারিক, তারকা, খেলোয়াড়, শিল্পপতীরা।
আরও পড়ুনঃ ‘শরীরের অবস্থা খুব খারাপ, বাঁচব না’, স্বাস্থ্যপরীক্ষার জন্যে যাওয়ার পথে জানালেন জ্যোতিপ্রিয়
মমতার বাড়িতে কালীপুজো...