RG Kar Incident: 'বিচারহীন ১০০ দিন' আর জি কর কাণ্ডের প্রতিবাদে সাইকেলে চেপে প্রতিবাদ জুনিয়ার ডাক্তার অ সাধারণ মানুষের, দেখুন ভিডিয়ো

সাইকেলের সামনে 'বিচারহীন ১০০ দিন' প্ল্যাকার্ড লাগিয়ে এগিয়ে চলে মিছিল। চলে স্লোগানিং।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় মানুষ (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ কেটে গিয়েছে ১০০ দিন। এখনও অধরা বিচার(Justice)। তবে প্রতিবাদের আগুন নেভেনি বাংলায়। আর জি কর কাণ্ডে(RG Kar Incident) ন্যায় বিচারের দাবিতে এখনও সোচ্চার সাধারণ মানুষ। রবিবার সন্ধ্যায় সাইকেলে চেপে মিছিল করল কলকাতাবাসী। এদিন সাইকেলে চেপে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ব্যবস্থা করা হয়। সাইকেলের সামনে 'বিচারহীন ১০০ দিন' প্ল্যাকার্ড লাগিয়ে এগিয়ে চলে মিছিল। চলে স্লোগানিং। এই মিছিলে অংশ নিয়েছিলেন বহু জুনিয়র ডাক্তার।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সাইকেলে চেপে প্রতিবাদ জুনিয়ার ডাক্তার অ সাধারণ মানুষের, দেখুন ভিডিয়ো