JU Hostel Closed In Puja Vacaton: পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুরের হস্টেল, জানাল কলকাতা হাইকোর্ট

Jadavpur University (Photo Credit: X)

দুর্গাপুজোর ছুটির মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত । বন্ধ করে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশে এমনই পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। ছুটির সময়ে যাতে কোনও বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পুজোর ছুটি চলাকালীন যাতে সমস্ত হস্টেলের তালা বন্ধ থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে যাদবপুর থানাকে।

পুজোর সময় বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল-

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যাদবপুর থানার পুলিশ সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখবে। প্রয়োজনে পুলিশি সাহায্য নিয়ে নিরাপত্তা জোরদার করা হবে।পুজোর ছুটি শেষ হলে ফের খুলে দেওয়া হবে সমস্ত হস্টেল। তখন রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়, দু’পক্ষের আধিকারিকরা বসে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ যাবতীয় সমস্যার খতিয়ান নেবেন। সেই বৈঠকেই সিসিটিভি বসানো-সহ অন্যান্য পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement