New Year's Eve 2024: বর্ষবরণে কড়া সতর্কতা, মত্ত চালক দেখলেই পাকড়াও করবে কলকাতা ট্রাফিক পুলিশ

Kolkata Traffic Police Rules (Photo Credit: X)

নতুন বছরে শুরুতে অর্থাৎ পুরনো বছরের শেষে সাবধানে থাকুন। এমনই সতর্কতা প্রচার শুরু করেছে কলকাতা পুলিশ। ৩১ ডিসেম্বর গোটা শহর জুড়ে সতর্ক থাকবে কলকাতা (Kolkata) পুলিশ। যে কোনও ধরনের বিপদের হাত থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে হাজির থাকবেন কলকাতার ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police)কর্মীরা। শুধু তই নয়, নিউ ইয়ার ইভে ডিজের ভূমিকায় দেখা মিলবে কলকাতা ট্রাফিক পুলিশের। তাই তাদের কাছে বিনামূল্যে যাঁরা প্রবেশ করতে পারবেন, তাঁরা হলেন বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে যাঁরা অভিযুক্ত। মত্ত গাড়ি চালক। ট্রাফিক সিগন্যাল ভেঙে যাঁরা এগিয়ে যাবেন তাঁরা। হেলমেট না পরে বাইক চালালে ধরা হবে তাঁদের। এসবরে পাশাপাশি ট্রাফিক পুলিশের সমস্ত নিয়ম মেনে তবেই শহরের রাস্তায় প্রত্যেককে নামতে হবে। নিয়ম ভাঙলেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। সেই সঙ্গে ডিজের ভূমিকায় থাকা কলকাতা পুলিশের অতিথি যাতে কাউকে না হতে হয়, সে বিষয়েও জারি করা হয়েছে সতর্কতা। কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলের তরফে এ বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশে।

দেখুন কলকাতা পুলিশের তরফে কী জানানো হল...

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)