Fire In Nizam Palace: নিজাম প্যালেসের ৬ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন

এদিন সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে সোজা নিজাপ প্যালেসে নিয়ে আসা হয় আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সেখানেই তাঁকে গ্রেফতার করে সিবিআই-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

Fire Representative Photo (Photo Credits: Pixabay)

কলকাতাঃ মঙ্গল সকাল সিবিআইয়ের(CBI)অন্যতম দফতর নিজার প্যালেসে(Nizam Palace) আগুন(Fire)। এই ভবনের ৬ তলায় আগুন লাগে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ওই তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টার্স রয়েছে। সেখানেই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের(Fire Brigade) তিন-তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা থেকেই শিরোনামে উঠে এসেছে নিজাপ প্যালেস। এদিন সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে সোজা নিজাপ প্যালেসে নিয়ে আসা হয় আর জি কর হাসপাতালের(R G Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে(Sandip Ghosh)। সেখানেই তাঁকে গ্রেফতার করে সিবিআই-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এদিন রাতের মধ্যেই গ্রেফতার হন সন্দীপ ঘনিষ্ঠ আরও ৩ জন।

নিজাম প্যালেসের ৬ তলায় অগ্নিকাণ্ড

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)