Fact-Finding Committee Report on Ram Navami Violence: রামনবমীর রাতে রিষড়ার ঘটনা পূর্ব পরিকল্পিত, সংগঠিত এবং উস্কানিমূলক, রিপোর্টে জানাল কমিটি
গত শনিবার (৮ এপ্রিল) দুপুরে সেখানে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রের ফ্যাক্ট ফান্ডিং কমিটির ছ’জন সদস্য।কিন্তু রিষড়ায় যাওয়ার বেশ কিছুটা আগেই কমিটির সদস্যদের আটকে দেয় পুলিশ। ১৪৪ ধারা জারি থাকায় সেখানে কেন্দ্রীয় কমিটির সদস্যরা যেতে পারবেন না বলে জানানো হয় পুলিশের তরফে।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়েছিল হুগলির রিষড়া। গন্ডগোল চলেছিল প্রায় ৩ দিন। রেলের যাত্রীদের পাথর ছোড়া, বোম মারা, সম্পত্তিতে আগুন জ্বালানো সহ বিভিন্ন ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই অঞ্চল। রিষড়ায় ঠিক কী ঘটেছিল তা জানতে গত শনিবার (৮ এপ্রিল) দুপুরে সেখানে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রের ফ্যাক্ট ফান্ডিং কমিটির ছ’জন সদস্য।কিন্তু রিষড়ায় যাওয়ার বেশ কিছুটা আগেই কমিটির সদস্যদের আটকে দেয় পুলিশ। ১৪৪ ধারা জারি থাকায় সেখানে কেন্দ্রীয় কমিটির সদস্যরা যেতে পারবেন না বলে জানানো হয় পুলিশের তরফে।
অবশেষে সোমবার রাম নবমী উপলক্ষে দাঙ্গার সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ঘটনার পর্যবেক্ষণের পর অবসরপ্রাপ্ত বিচারপতি এল নরসিমা রেড্ডি এর নেতৃত্বে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হল- "এই দাঙ্গা ছিল পূর্ব পরিকল্পিত, সংগঠিত এবং উস্কানিমূলক।"
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)