West Bengal Teachers Recruitment Scam: তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে 'কাণ্ডে' তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের ৭.৯৩ কোটি টাকার ব্যাঙ্ক ও ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হল, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Manik Bhattacharya (Photo Credits: Twitter)

কলকাতা: পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে 'কাণ্ডে' তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ও তাঁর পরিবারের ৭.৯৩ কোটি টাকার ব্যাঙ্ক ও ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হল, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে অক্টোবরে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার করেছিল ইডি (ED)। ইডি এই কেলেঙ্কারিতে অর্থের উৎস খুঁজে বেড়াচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এই নিয়োগে যে অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখছে। অভিয়োগ রয়েছে, নিয়োগ পরীক্ষায় খারাপ ফল করা বেশ কয়েকজনকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হয়েছিল, অথচ যোগ্য প্রার্থীদের উপেক্ষা করা হয়েছিল গত জুলাই মাসে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)