East-West Metro: মেট্রো প্রকল্পের লাইনে বাঁধা জন্য ধর্মতলা থেকে সরছে এল টোয়েন্টি বাসস্ট্যান্ড, সরে আসবে বিধান মার্কেটও

Metro Project at Kolkata Photo Credit: X@

মেট্রো প্রকল্পের কাজের জন্যে রেলের প্রস্তাব মেনে রাজ্য সরকার মধ্য কলকাতার ধর্মতলার প্রাচীন এল টোয়েন্টি (L20) বাসস্ট্যান্ডটিকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কতৃপক্ষের ইতিমধ্যেই বৈঠক হয়েছে।

ধর্মতলায় ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে বাস স্ট্যান্ডটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে মেট্রো কতৃপক্ষ ৪ হাজার বর্গমিটার জমি চিহ্নিত করেছে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। নতুন বাসস্ট্যান্ডে বিশ্রামাগার, যাত্রীদের বসার জায়গা, শৌচাগার, ফুড স্টল সহ আর কি সুবিধা থাকবে তা জানতে চেয়ে মেট্রো কতৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। জানুয়ারী মাসের শেষেই নতুন জায়গায় এই বাসস্ট্যান্ড সরিয়ে আনা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি বিধান মার্কেটকেও সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)