Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর আকস্মিক মৃত্যু, ফের কাঠগড়ায় বিশ্ববিদ্যালয়!
বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিয়ন রুম সংলগ্ন ঝিলে ছাত্রীটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক ছাত্রীর আকস্মিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিয়ন রুম সংলগ্ন ঝিলে ছাত্রীটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে পুকুরে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে কিনা এবিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে। তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের আকস্মিক এবং মর্মান্তিক মৃত্যু নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মানুষ। ছাত্রীর মৃত্যুর পর পরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও নানাবিধ বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও পড়ুন: Cyber Fraud Case: ভিনরাজ্য থেকে বাংলায় এসে সাইবার প্রতারণার ফাঁদ, মোহনপুর থেকে গ্রেফতার ৮ যুবক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আকস্মিক মৃত্যু
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)