Dengue Control In Durga Puja Season: পুজোর আগে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের বিশেষ সতর্কতা, জরুরী বৈঠকে জেলাগুলিকে নির্দেশ মুখ্যসচিবের
পুজোর আগে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। উত্তরবঙ্গ সহ একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গতকাল নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন । বৈঠকে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ দেন।
স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উঠে এসেছে, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, মালদা, বীরভূম, হাওড়া, হুগলী-সহ একাধিক জেলায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। পাশাপাশি আসানসোল ও বিধাননগর পুর নিগম এলাকাতেও পরিস্থিতি উদ্বেগজনক। পুজোর আগেই সংক্রমণ প্রভাবিত অঞ্চলগুলি চিহ্নিত করে সাফাই অভিযানে নামতে হবে বলে বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন। প্রয়োজনে পদস্থ কর্তাদের পায়ে হেঁটে পরিদর্শন করতে হবে। জমে থাকা জলে যাতে মশার প্রজনন না হয়, সে ব্যাপারেও রাখতে হবে বিশেষ নজরদারি। এছাড়াও, “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির আওতায় প্রতিটি ক্যাম্পে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সচেতনতামূলক শিবির করার কথাও বলেন মুখ্যসচিব।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)