Cyclone Dana: ডানার দাপটে অবিরাম বর্ষণে জল থই থই কলকাতার রাস্তা, কী বললেন মেয়র

Kolkata Street (Photo redit:X)

ঘূ্ণিঝড় (Cyclone) ডানা (Dana) স্থলভাগে আছড়ে পড়ার পর ২৫ অক্টোবর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ওড়িশায় ডানা আছড়ে পড়ার পর বালেশ্বরে যে বৃষ্টি হয়েছে, তার চেয়ে বেশি বর্ষণ হয়েছে কলকাতায় (Kolkata)। যার জেরে কলকাতার একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে। যা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, ডানার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। বৃষ্টি থামলে, আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে শহরের রাস্তা থেকে জল নেমে যাবে। আগে যেখানে কলকাতা শহরের রাস্তা থেকে জল সরতে ৩-৪ দিন লেগে যেত, বর্তমানে সেই সংখ্যা কমে ৩-৪ ঘণ্টায় এসে দাঁড়িয়েছে। গোটা শহরের পরিস্থিতির উপর নজর রাখছে পুরসভা। এমনও জানান ফিরহাদ হাকিম। ঘূর্ণিঝড়ের দাপটে শহরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী নিজে নবান্নে থেকে সারারাত পরিস্থিতির উপর নজর রেখেছন। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানান মেয়র।

এক নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বহু অংশ। কী বললেন ফিরহাদ হাকিম...