Kolkata: ৪ দশক আগের প্যাডেল স্টিমার এখন জাদুঘরে রূপান্তরিত, দেখুন ছবি
৪ দশক আগে নির্মিত প্যাডেল স্টিমারকে (paddle steamer) জাদুঘরে পরিণত করল কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট।
৪ দশক আগে নির্মিত প্যাডেল স্টিমারকে (paddle steamer) জাদুঘরে পরিণত করল কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। ঐতিহ্যবাহী ক্রুজ হিসেবে হুগলি নদীতে যাত্রাও শুরু করেছিল এই প্যাডেল স্টিমার। চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, পুরাতন ও নতুনের মিশেলে তৈরি হয়েছে এই মিউজিয়াম। থাকছে পুরানো সামুদ্রিক সরঞ্জাম আছে এবং একটি হল সহ একটি অত্যাধুনিক ডেক ফাংশন।
দেখুন ছবি