Roopa Ganguly: '৩০ সেকেন্ড চোখ বন্ধ করে নিজের মেয়ের মুখটা ভাবুন', নারীনির্যাতনে রাজ্যবাসীর উদাসীনতা নিয়ে কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়? (ভিডিও)

এবার হাঁসখালিকাণ্ডে মুখ খুলে রাজ্যবাসীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপির অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (BJP MP Roopa Ganguly)। মনে করিয়ে দেন নিজের অভিনয়ের কথা।

BJP MP Roopa Ganguly (Photo Credits: ANI)

এবার হাঁসখালিকাণ্ডে মুখ খুলে রাজ্যবাসীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপির অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (BJP MP Roopa Ganguly)। মনে করিয়ে দেন নিজের অভিনয়ের কথা। বলেন,  "দ্রৌপদীর বস্ত্রহরণ সিকোয়েন্সে অভিনের পর টানা আটদিন ধরে কেঁদেছিলাম। জানি ওটা অভিনয়, তার পরেও। একজন মহিলাকে যখন জনসমক্ষে বিবস্ত্র করা হয়, তখন তাঁর মনের উপর দিয়ে কি ঝড় যায় সেটা আঁচ করতে পারছেন? সেটের অতগুলো লোকের মাঝে আমার বস্ত্রহরণ (পড়ুন অভিনয়) করা হয়েছে। ৮ দিন ধরে এই ঘটনা আমাকে ঘুমোতে দেয়নি। শুটিং  থেকে হোটেলের ঘরে ফিরে আমি কেঁদেছি।"

"এদিকে পশ্চিমবঙ্গে যেসব মহিলার উপরে নিত্য এই ধরনের অত্যাচার চলছে, তাঁরা কী অবস্থায় আছেন, একবার ভাবতে পারেন? বেশিরভাগকেই তো নির্যাতনের পর জ্বালিয়ে মেরে ফেলা হয়। কিন্তু যেসব নির্যাতিতা এই অপমান মাথায় নিয়ে বেঁচে থাকেন, তাঁদের মনের অবস্থা  আঁচ করুন। একবার ৩০ সেকেন্ডের জন্য চোখ বুজে নিজের মেয়ের মুখটা মনে করুন। তার অবস্থা এমন হলে কী করবেন ?  কী শিউরে উঠলেন তো? তাহলে বাকিদের বেলায় পশ্চিমবঙ্গবাসী এত উদাসীন কী করে থাকছেন?"

রুপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)