Best Tourism Village: সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বরানগর, আনন্দিত মমতা বন্দ্যোপাধ্যায়

বরানগরের বেশীরভাগ মন্দিরগুলো ৩০০ বছরেরও বেশি পুরনো, এখানে রানি ভবানী তাঁর শেষ জীবন কাটিয়েছেন।

Terracotta Char Bangla Temple in Baranagar (Photo Credit: X)

কলকাতা: মুর্শিদাবাদে (Murshidabad) কিরীটেশ্বরীর পর এবার বরানগর (Baranagar) 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে নির্বাচিত হয়েছে। বরানগর ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্তিত একটি গ্রাম। এটি বাংলার কাশী নামেও পরিচিত। এখাকার বেশীরভাগ মন্দিরগুলো ৩০০ বছরেরও বেশি পুরনো। বরানগরে রানি ভবানী (Rani Bhavani) শেষ জীবন কাটিয়েছেন। গ্রামটি রানির অতি প্রিয় ছিল। ১৭৬০ সাল নাগাদ আজিমগঞ্জের বরানগরে একের পর এক মন্দির তৈরি করেন রানি ভবানী।

গ্রামটি 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে নির্বাচিত হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডলে লিখছেন, ‘আমি এটা জানাতে পেরে আনন্দিত যে মুর্শিদাবাদ জেলার বরানগর গ্রামকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কৃষি-পর্যটন বিভাগে (Agri-Tourism Category) 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে নির্বাচিত করেছে। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এই পুরস্কার প্রদান করা হবে। আসুন আমাদের রাজ্যের অনন্য সম্পদগুলিকে বিশ্বের কাছে তুলে ধরতে চেষ্টা চালিয়ে যাই।’

উল্লেখ্য, গত বছর দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পায় মুর্শিদাবাদেরই কিরীটেশ্বরী (Kiriteswari) গ্রাম। কিরীটেশ্বরী গ্রামেই রয়েছে বিখ্যাত কিরীটেশ্বরী মন্দির।

মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now