Bangladesh MP Murder: কাঠমান্ডু থেকে গ্রেফতারির পর বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম অভিযুক্ত সিয়ামকে তোলা হল বাসারাত আদালতে
মৃত সাংসদের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। দেহ উদ্ধারে ভারতীয় নৌসেনার সাহায্য নিয়েছে সিআইডি। পুলিশ সূত্রে খবর, খুনের পর সাংসদের দেহ থেকে হাড় এবং মাংস আলাদা করে মৃতদেহ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্তরা।
Bangladesh MP Murder: কলকাতার নিউটাউন এলাকায় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করেছে সিআইডি (CID)। শুক্রবার নেপালের কাঠমান্ডু থেকে গ্রেফতার হয়েছে সিয়ান। গ্রেফতারির পরেই কাঠমান্ডু থেকে অভিযুক্তকে কলকাতায় আনার তোড়জোড় করে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। শনিবার ধৃত সিয়াম হোসেনকে আনা হল কলকাতা। এদিনই তাকে বারাসাত আদালতে পেশ করেছেন সিআইডি আধিকারিকেরা। মৃত সাংসদের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। দেহ উদ্ধারে ভারতীয় নৌসেনার সাহায্য নিয়েছে সিআইডি। পুলিশ সূত্রে খবর, খুনের পর সাংসদের দেহ থেকে হাড় এবং মাংস আলাদা করে মৃতদেহ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্তরা।
অভিযুক্ত সিয়াম সিআইডি-র কবলে...