Darjeeling Landslide: দার্জিলিংয়ে ফের ভূমিধস, ধসে নেমে ক্ষতিগ্রস্থ বাংলা-সিকিমের লাইফলাইন, স্তব্ধ যান চলাচল
পুজোর পর টানা কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত দার্জিলিং। এরমধ্যে এবার ভূমিধসের ঘটনা ঘটল ১০ নম্বর জাতীয় সড়কে।
পুজোর পর টানা কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত দার্জিলিং (Darjeeling)। এরমধ্যে এবার ভূমিধসের ঘটনা ঘটল ১০ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার মামখোলায় ধসের ঘটনা ঘটে। আর তাতেই ব্যাহত হয় যান চলাচলে। আসলে বাংলা ও সিকিম যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা হল ১০ নম্বর জাতীয় সড়ক। আর এদিন সেই রাস্তাই ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধারকারী দল সড়ক নির্মাণকারী সংস্থার কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সড়ক মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)