21 July Rally: মুখ্যমন্ত্রী মমতাকে ধন্যবাদ জানিয়ে কলকাতা ছাড়লেন অখিলেশ, বিমানবন্দর থেকে কী বার্তা দিলেন সমাজবাদী পার্টির প্রধান

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শহিদ কর্মীদের কুর্নিশ জানানোর পাশাপাশি মোদীর বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন তিনি। কলকাতা ছাড়ার আগে আরও একবার বিমাননন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অখিলেশ।

Akhilesh Yadav (Photo Credits: ANI)

মুখ্যমন্ত্রী মমতাকে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়ে কলকাতা ছাড়লেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। 'দিদির' ডাকে সাড়া দিয়ে রবিবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহীদ দিবস সমাবেশের (21 July Rally) মঞ্চে হাজির হয়েছিলেন এসপি সাংসদ। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শহিদ কর্মীদের কুর্নিশ জানানোর পাশাপাশি মোদীর বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন তিনি। কলকাতা ছাড়ার আগে আরও একবার বিমাননন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অখিলেশ। শহিদ কর্মীদের স্মরণ দিসবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্যে তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানিয়ে সমাজবাদী পার্টির নেতা বললেন, উত্তরপ্রদেশের জনগণ বিজেপি শূন্য হয়ে উঠবে।

আরও পড়ুনঃ একুশে জুলাইয়ের মঞ্চে বিরোধীদের একজোট হওয়ার বার্তা অখিলেশের, তৃণমূলের শহিদ কর্মীদের জানালেন কুর্নিশ

আর কী বললেন অখিলেশ শুনুন...