Abhishek Banerjee: কাগজ মিথ্যে বলে না, শ্বেতপত্র দেখতে চেয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্র সরকারের দাবি, তারা রাজ্যকে টাকা সময় মতই দিয়েছে কিন্তু রাজ্য সরকার সেই টাকা নয়ছয় করেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ঘিরে রাজ্য এবং কেন্দ্রের এই তরজা বহুদিনের।

Abhishek Banerjee (Photo Credits: ANI)

'কাগজ কখনও মিথ্যে কথা বলে না'। কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা না দেওয়ার যে অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তুলে আসছেন সেই প্রসঙ্গেই মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, 'আপনারা শ্বেতপত্র দেখান'। তৃণমূলের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি মুখ থুবড়ে পড়ার পর থেকেই রাজ্যে ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। পালটা কেন্দ্র সরকারের দাবি, তারা রাজ্যকে টাকা সময় মতই দিয়েছে কিন্তু রাজ্য সরকার সেই টাকা নয়ছয় করেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ঘিরে রাজ্য এবং কেন্দ্রের এই তরজা বহুদিনের। সেই প্রসঙ্গে এদিন অভিষেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্র সরকারের অন্যান্য সাংসদদের উদ্দেশে বলেন, 'আপনারা শ্বেতপত্র প্রকাশ করুণ। তাতেই সব পরিষ্কার হয়ে যাবে'।

দেখুন কী বললেন অভিষেক... 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)